জলমেঘের কাব্য ২


জলমেঘের কাব্য ২
—বিভাবসু

জল : বলি, মনের প্রিয় কথা, যদি রোদের ভালো লাগে
মেঘ : শোনো, অবুঝ কেন মেয়ে, বুঝি চোখের ভাষা আগে

জল : তুমি এমনতর বোকা, আমি কেবল হেরে যাই
মেঘ : যদি, আমায় বাঁধো ডোরে, তবে আকাশ খুঁজে পাই

জল : আমি, আকাশ পুরি চোখে, তারে গোপন কথা বলি
মেঘ : আমি, পলক হয়ে উড়ি, শেষে বাতাস হয়ে চলি

জল : তবে উড়েই তুমি যাও, আমি চোখের জলে ভাসি
মেঘ : বোকা ভীষণ বোকা মেয়ে, জেনো, তোমায় ভালোবাসি 
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন