জলমেঘের কাব্য ৪

জলমেঘের কাব্য ৪
-বিভাবসু
মেঘ : তুমি দিলে শুভ্রতা, তুমি দিলে শীত বিকেল
জল : তুমি দিলে নীল পেখম, তুমি দিলে মগ্নতা
মেঘ : এই আমি গায় তোমার, হলদে মাঠ দেই সেঁটে
জল : এই আমি চুম্বনে, মৌমাতাল গল্পটা
প্রেম : প্রেম আমার গন্ধফুল, দুষ্টুমির প্রেমখেলা
জল : খেলছি এই রঙ মেখে, শিল্পী আজ ঈশ্বরী
মেঘ : এই দেশে আজ খুশি, এই গাঁয়ে পূর্ণতা

জল : এই দেশে ফাঁদ পাতি, প্রেম আমার সংগীতে 

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন