জলমেঘের কাব্য ৬
—বিভাবসু
জল : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, পাঠাই তোদের মেঘের দেশে
মেঘ : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, পাপড়ি গড়া প্রেম বুঝি!
জল : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, বলতো দেখি কার আমি
মেঘ : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, একুশতম বসন্তের
জল : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, রঙ ছড়াবি সিন্ধুপার
মেঘ : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, এমন খুশি যন্ত্রণা!
জল : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, মেঘ যেন হয় নীলতরু
মেঘ : গোলাপ গোলাপ, চারটি গোলাপ, শান্তি ঝরুক তার চোখে।