সঙ্গ দিয়েছো অনঙ্গ অঙ্গনে

সঙ্গ দিয়েছো অনঙ্গ অঙ্গনে
—বিভাবসু
সারাটা বিকেল সাজিয়ে রেখেছো তুমি
অপূর্ণ এক বাতাস দোলানো চুলে
এরও বেশি কিছু কথা নাই কানে কানে
সাগর-পালানো গ্রীষ্মের মতো খুশি
বাগান বোঝে না নির্বাক বোকা বোকা
হাত ছুঁয়ে ভাবে বসন্ত মন্ত্রণা
অথবা পরাগ প্রজাপতি ভেজা বায়ু
ক্লান্তিবিহীন নিষেকের রেণুচোর
সারাটা বিকেল সাজিয়ে রেখেছো তুমি
কফির পেয়ালা বাষ্প ফেঁদেছে আলোয়
সূর্য জ্বেলেছে পরিমিত মোমবোধ

এরও পর ছিলো এ আমার পরাভব 

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন