একজোড়া ভুঁইচাপা

একজোড়া ভুঁইচাপা
—বিভাবসু
চোখের পাতায় কষ্ট জড়িয়ে ছিলো
ব্যথায় ছিলো সে ঠোঁট দুটি কাঁপা কাঁপা
দুটো বুক জুড়ে নীল চোরাবালি ঘুমে
ফুটে ছিলো শুধু একজোড়া ভুঁইচাপা
আজ লতাদেহ এতটা নিয়মহারা
বিকেল পেরুতে ঘেমে গেলো লজ্জায়
আজ তার দেহ খুলে করি আমি পাঠ
শিলালিপি ছিলো আসঙ্গলিপ্সায়
আজ তার দেহ শিল্প মানেনি কোনো
বোঝেনি প্রেমে কতটা ভেজাবে খোঁপা
অন্তর্দাহে পুড়ে গেছে যার সবই

শুধু ছিলো তার একজোড়া ভুঁইচাপা 

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন