সাতটি সাগর তেরো নদীর পারমিতা দে
—বিভাবসু
রাত্রি ঘুমায় তোমার বুকে অধর পেতে
আমার শুধু ঘুম আসেনা পারমিতা দে
আমার শুধু তাম্রশাসন, জনশ্রুতি
তোমার দেহে আজ কি নামে অরুন্ধতি
তোমার দেহে জড়িয়ে আছে শত্রুসুতো
মিথ্যা সবই, এই কারুকাজ পুরাণজাত
বাঁধন খুলে জল-হওয়া কি চাই না তোমার?
ঘাট হয়েছে, এবার এসো লক্ষ্মী আমার
এবার এসো ঘুমের ভেতর নিপুণ পথে
সাতটি সাগর তেরো নদীর পারমিতা দে
গ্রীষ্মছুটির রাত্রি গড়ায় বন্ধ ঘরে
হাসনুহানার উপোসভাঙা অন্ধকারে
উপোসভাঙা অন্ধকারের পাণ্ডুলিপি
যোজন যোজন পথের তবু বাঁও মেলে না
হাতের ভেতর রাসপুতিনের রাতুল জীবন
পারমিতা দে এমনি জীবন গড়ায় বুঝি (?)