সে উত্তরফাল্গুনী
—বিভাবসু
যদি তার নাম নদী, মন্দিরা সোম
অন্ধকারে চকমকি ঠোকা আলোয়
দেখে নিই সেই পথভোলা পুরনারী
পোশাকের নীচে উত্তরফাল্গুনী
সে কি শুধু মায়া, কেবলি সে ভ্রম!
মৃত্যুবিহীন জেগে আছি একা একা
অন্ধকারে চকমকি জ্বেলে দেখি
এল বুঝি কেউ, এলো মন্দিরা সোম!
আকাশে মেলেছি উজ্জ্বল খরজল
শীতের স্নানে কেঁপে ওঠে পূর্ণিমা
তবু আসে না অলকানন্দা বেয়ে
পথ ভুলে এক উত্তরফাল্গুনী