কোমা
—বিভাবসু
পরিচিত আইল্যান্ড ছুঁয়ে যায় ঘেমে ওঠা সবুজ হিমাগার
একঝাঁক মধ্যযুগীয় জেব্রাক্রস অত্যুচ্চ গির্জার চূড়ায় উঠে
ফাইবারগ্লাসের মধ্যে লুকিয়ে ফেলে শহুরে ক্লেদ
ক্রুশবিদ্ধ মেঘেদের সেই সুসমাচারে ভারী হয়
গ্লোসাইনগুলোর অনিদ্র চোখ
এ সময়ে লুপ্ত হয়ে যায় হিমায়িত রক।
ঘৃণ্য হয়ে ওঠে তারপিন তেলের ঘ্রাণ
আর একটা নিষ্কাম টাট্টু ঘোড়ায় চেপে
নির্জন পার্কে ঘোরে সিরামিকের চাঁদ।
সবুজ হিমাগারের কোমায় ডুবে থাকা অশীতিপর বুদ্ধ
চতুর্থ-পিটক লিখবেন বলে জেগে ওঠেন বিষণ্ণভাবে
আর তক্ষুনি ঢং ঢং করে বেজে ওঠে মধ্যরাতের গির্জা—