গা ছমছমে এক গল্পের ভেতর

 

গা ছমছমে এক গল্পের ভেতরে
—বিভাবসু
গা ছমছমে সেই গল্পের ভেতরে ঢুকে পড়ে আমি
বদলে নিয়েছিলাম আমার ব্যথাতুর ত্বক,
অন্ধকার ঘেষা সব জলটুঙ্গি আর অপরিণামদর্শী চেয়ারটেবিল
বদলে নিয়েছিলাম দীর্ঘশ্বাস, বিতর্কিত চিঠিপত্র আর হাতঘড়ি 
এরপর কেউ আমাকে চিনতেই পারেনি—যখন আমি একটা সবুজাভ 
চকলেটের গোলাপি মোড়কে অদ্ভুত রকম ভালোলাগা হয়ে জড়িয়ে ছিলাম—
কেউ ভুলেও ভাবেনি হতচ্ছাড়া রকমের কোনো ঘুণপোকা চুরি করে নিচ্ছে 
শিশুদের মায়ামায়া চোখ, আলোঝলমলে মুখ, নিরাসক্ত হাসি 
ফিরে আসবার সব মন্ত্রগুপ্তিই আমি হারিয়ে ফেলেছিলাম 
সেই গা ছমছমে গল্পটার ভেতরে।
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন