পরকাল সম্বন্ধীয়


 পরকাল সম্বন্ধীয় 
—বিভাবসু
নিরপেক্ষভাবে তাই-ই জলদমেঘ
তাই-ই সংহিত।
তাই-ই প্রপঞ্চনা।
ছাব্বিশকোটি আলোকবর্ষ তাই-ই বয়ে এনে ফেলেছে আমার পায়ে।
আমিতো জানি এখনো সুফল হয়নি যে সব অবিরল সুপ্তসূত্র
এ বিষয়ে তাদেরই সবচেয়ে বেশি কষ্ট পাবার কথা—
আলোর মধ্যে তারাইতো সবচেয়ে বিফলতা আজ
তবু ভাবি এই ভালো।
এত নম্রতা, এত নির্ভরতার শেষে একটুখানি হলুদ বৈকল্য:
এমন কী আর গর্হিত হবে—ভ্রষ্টাচার হবে তাতে।
কষ্ট পাক না হয় কিছু সরল বিকেল।


নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন