প্রেতলোক
—বিভাবসু
—বিভাবসু
ধাবমান জোছনার মধ্যে আমি আবিষ্কার করছি একটা ধবধবে সাদা ঘোড়া;
তার শরীর জুড়ে কুচিকুচি স্বপ্নের ইতিহাস চিকচিক করছে বাতাসে
তুমি তখন ঘুমকাতুরে এক জানালার পাশে বসে দূরের বনানীকে অভিশাপ দিচ্ছো
যদিও তখনো ফেরেনি রাতের শেষট্রেন
শুধু অদৃশ্যলোক, প্রেতিনীর নাভিশ্বাসের মতো কুটিল স্নায়ুচাপ বাড়ছে
বাড়ছে ভয়, বাড়ছে প্যাঁচার চিৎকার, বাদুড়ের ডানাঝাপটানি
আর আমি ধাবমান জোছনার মধ্যে আবিস্কার করছি একটা ধবধবে সাদাঘোড়া
আর রবীন্দ্রনাথের গান—‘দূরে কোথায়…দূরে দূরে…’