সময়ের ডিম


সময়ের ডিম 
—বিভাবসু
হারমোনিয়ামের ভাঙারিডে জেগে উঠলো একটা নির্ঘুম কাকের বাসা
আর কাকের বাসার ভেতরে ফুটন্ত জলের ধ্বনি
আমি সেই জলের ধ্বনি থেকে তুলে আনলাম 
গুটিপোকাদের জীবনচক্র আর
মাছেদের সংগমদৃশ্য
একটা জলজ জাহাজ তখন ছুটে যাচ্ছিলো জরিপের কাজে
সমুদ্র শেষে যে শৈবাল-দ্বীপ জন্মালো এখনি
সেখানে মেলে কিনা সময়ের ডিম—
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন