স্বপ্ন


 স্বপ্ন 
—বিভাবসু
আমিও ডায়াজিপাম খেয়ে ঘুমিয়ে পড়ি বিছানার নিবিড় সন্তাপে…
আমার সারা শরীরে কিলবিল করতে থাকে দুঃসহ অন্ধকারের বুদবুদ 
হাজার নটিক্যাল মাইল দূরে জেগে ওঠে এক ক্ষুধার্ত আগুনে পাহাড় 
বিপদ-সাইরেন বাজে দূর দূর অতন্দ্র বাতিঘরে
অন্ধ সিলমাছেদের চর্বি ধরে রাখে রহস্যময় ঘরবাড়ি, পোতাশ্রয়, আইসবার
রংমহল কেঁপে ওঠে যার প্রযত্নিত নূপুরের-ঠাঁটে
তার পায়ে জড়িয়ে আছে অনাসক্ত জন্মান্ধতা
আর ব্যালে-ট্রুপের সেই ছিপছিপে মেয়েটিকে 
প্রণয়সঙ্গিনী ভাবে বানমাছের আড়তদার 
বয়স বাড়েনি যেসব স্মৃতিহীন বাসগুমটির
এই শীতে তারা সব নেমে পড়েছে সংরক্ষিত অভয়ারণ্যের দিকে…
আজকাল রাত্রিগুলো জ্বলে যাচ্ছে সুসংগঠিত ধাত্রীবিদ্যায়—


নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন