কৃত্তিকা নক্ষত্রের জন্য

কৃত্তিকা নক্ষত্রের জন্য
—বিভাবসু

আগস্টের যূথবদ্ধ নক্ষত্রপ্রবাহে
একটা দারুণ হিমের রাত গোপন প্রেমগাথা মেলে ধরে
ফুলের জন্মরহস্য মেলে ধরে—

কৃত্তিকা, তোমাকে পারিনা বোঝাতে 
এইসব অনাবিল কষ্টের মহড়া

তুমি শুধু দূরগামী জাহাজের মতো 
লবণজলের স্রোত কেটে
দূরে—
আরো দূরে ফলবতী সবুজ দ্বীপ…
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন