এই মধুর রাত্রিবাসের শেষে তুমি সারাদিন বেজেছিলে বিভোর জানালায়
দল বেঁধে ছুটেছিলো আরো এক ইরিথিয়ান জলমহালে
ভুতে-পাওয়া হলুদ নুনের মতো তাদের ফলিত আহ্লাদে মানুষের
মুখস্থ ডায়াগ্রাম বিধ্বস্ত হয়েছিলো নাগরিক অবসন্নতায়
সে অ্যাক মৃত বরফের দিন, আকাশের মতো ব্যর্থ হয়ে যাওয়া সুর
আর তাতে জলপরিদের চিকন, গন্ধময় হৃদয়ের মতো ক্ষয়গ্রস্ত চাঁদ
ঘুরে ফিরে অ্যাকই অভিব্যক্তি, অ্যাকই তৃষ্ণার খরা
অ্যাকই জানালার অসহ্যতা নিয়ে বসে থাকা—
এই মধুর রাত্রিবাসের শেষে তুমি সারাদিন বেজেছিলে, আর
এ ঘর থেকে ও ঘর হেঁটে হেঁটে পার হচ্ছিলো অদৃশ্য জানালার কারু
এই অ্যাক উৎকট পিপাসার দিন ছিলো আমাদের—
আর তোমার শেষ হয়ে যাওয়া মূর্ছনার মধ্যে আলোময় সিন্ধুসারসেরা