অন্ত্যেষ্টি


অন্ত্যেষ্টি
—বিভাবসু
তার মৃত্যুও ঘটনাচক্র
অথবা চক্রের মতো তার সেই গড়িয়ে যাওয়ার ঘটনাটা
আমাদের গেরস্থালির ভেতর অ্যাকটা শিশুর মতো হামাগুড়ি দিলো।
আর তার মহিমান্বিত কটাক্ষ থেকে
অ্যাকে অ্যাকে বেরিয়ে আসতে লাগলো
আয়ুষ্মান পাখির পালক
কীর্তিগাথা
এই উপহাসের পরে
আমি অগনিত তারাদের ইশারার মতো, অন্ধকারকে দুহাতে সরিয়ে
ঢুকে পড়ি তার ঘুপচিময় চিটচিটে হৃদয়ে
আর তার মৃত আত্মার সাথে বসে পড়ি অন্তরঙ্গ প্রীতিভোজে
কেননা এভাবেই সশ্রদ্ধ হয়ে ওঠে অবাক করা অনস্তিত্ব, স্মৃতি
সহবাস
দূর, তোমার হাতে অ্যাকটা হলুদ শিকল আছে।
আর এভাবেই মরে যায় অগনিত তারা।
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন