বর্ষাকাল: অনভিসারে
—বিভাবসু
নোতুন নোতুন বৃষ্টি নামে, আর পৃথিবীতে হেসে ওঠে বর্ষাকাল।
বর্ষাকাল ক্রমান্বয়ে আমার আরোগ্য জুড়ে ছড়িয়ে দ্যায় টুপটাপ।
মোহন আর গন্ধময় ওম জুড়ে অ্যাকটা গুমোট বাসনামালা।
বর্ষাকাল ক্রমান্বয়ে আমার আরোগ্য জুড়ে ছড়িয়ে দ্যায় টুপটাপ।
মোহন আর গন্ধময় ওম জুড়ে অ্যাকটা গুমোট বাসনামালা।
আহ…এই শরীর গোঙানো বৃষ্টিপাত, এই অন্তরময় তীব্র অঝোর,
এই বিদ্যুতের বাহারি রুগ্নতা, আর নাম না জানা হাঁসফাঁস,
ওহ…এই অনন্ত ক্ষুধা, এই অনল, স্বস্তিহীন আত্মগ্লানি!
এই বিদ্যুতের বাহারি রুগ্নতা, আর নাম না জানা হাঁসফাঁস,
ওহ…এই অনন্ত ক্ষুধা, এই অনল, স্বস্তিহীন আত্মগ্লানি!
এই দৃশ্যটি নোতুননোতুন বৃষ্টির।
ছাইরঙ পর্দার আড়ালে লাস্যময় তারকাদের।
ছাইরঙ পর্দার আড়ালে লাস্যময় তারকাদের।
একটু পরেই ভেসে উঠবে নোতুন সময়।
নোতুন রুমঝুম, আনকোরা ঘুম।
নোতুন রুমঝুম, আনকোরা ঘুম।
তবু তুমি নেই বলে গল্পটা ঠিক রোমাঞ্চকর হোয়ে উঠছে না আজ।