অ্যাকটা সবুজ সংকটের পাশে লিখে রাখলাম
‘হৃতকাম’
‘হৃতকাম’
যতোগুলো বাস চলে এই শহরে, ততোগুণ দুঃস্বপ্ন জেগে জেগে পাহারা দ্যায় রাত্রি।
আমি সেই আসন্ন খুনের পাশে লিখে রাখলাম ‘প্রকৃতিপাঠ’।
আমি সেই আসন্ন খুনের পাশে লিখে রাখলাম ‘প্রকৃতিপাঠ’।
হাতপাগুলো ক্রমশ অসাড় হোয়ে আসছে বলে ছুটে চলছে অসমাপ্ত শিশুপার্ক।
ছুটতে ছুটতে তার চোখে পড়ে অ্যাক আধাজিয়ন্ত স্কুলবাড়ি।
ছুটতে ছুটতে তার চোখে পড়ে অ্যাক আধাজিয়ন্ত স্কুলবাড়ি।
আমি সেই স্কুলবাড়ির সবকটি ব্লাকবোর্ড জুড়ে লিখে রাখলাম ‘তন্দ্রা’
আমাকে ঘিরে ধাঁধার মতো ছড়িয়ে রয়েছে ঝাঁকঝাঁক অলৌকিক ট্রাম।
তাদের বয়ে নিয়ে যাচ্ছে রুগ্ন, লম্পট সব ঘোড়া
আমি ট্রামগুলোর অথর্ব ঘন্টিতে লুকিয়ে রাখলাম অ্যাকব্যাগ ‘আত্মযন্ত্রণা’
তাদের বয়ে নিয়ে যাচ্ছে রুগ্ন, লম্পট সব ঘোড়া
আমি ট্রামগুলোর অথর্ব ঘন্টিতে লুকিয়ে রাখলাম অ্যাকব্যাগ ‘আত্মযন্ত্রণা’
এই শহর জুড়ে সেই থেকে রটিয়ে দেয়া হোলো অধ্যাত্মবাদী কারফিউ।