সন্ন্যাস






 সন্ন্যাস

—বিভাবসু


রাত্রির রোমশ অন্ধকারের মধ্যে কারা চুপিচুপি হোয়ে ওঠে ইতিহাস 
কারা দুর্বিনীত হোয়ে ওঠে আজ
কাদের ফিসফিস থেকে জন্ম ন্যায় উদাত্ত নক্ষত্রলোক। উজান।
তাদের ছায়ামূর্তিগুলো ঘিরে নেচে চলে অবিশ্রান্ত লালচে আগুন 
মাংসের পোড়া গন্ধ। সন্ধ্যাতারা।


মানুষের মতো কারা নেচে ওঠে পাতায় পাতায়, শিশিরের অস্ফুট শরীরে 
আর অবিরাম শস্যের খেতে মাতোম দ্যায় কাদের চুলের ফুরফুর 


অগণিত নক্ষত্রের মিটমিটে আজ জন্ম পায় ইতিহাসের যাদুকলা
বাকরুদ্ধ অন্ধকার। অন্য রকম ইচ্ছে। মায়াবী সখ্য
পোড়ামাংসের গন্ধে নুনের ছিটে 
আর প্রসন্ন আগুনে নেচে ওঠে লকলকে জিভ


দূরের নক্ষত্রলোকে ভেসে ওঠে নোতুন সভ্যতা অ্যাক। 


য্যানো আমাদের অক্লান্ত সন্ন্যাস—

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন