ঘুম
—বিভাবসু
কিছু আটপৌরে আলসেমি রাত্রির ভয়ানক শীতার্ত কল্পনার ফাঁকফোকরে
ঢুকে গিয়ে বাধিয়ে তোলে অ্যাক খসখসে হুলস্থুল—
য্যানো সেই তামসিক হরিদ্রা আলোয়
সান্ধ্য উৎপ্রেক্ষাগুলো উড়ে যায় আচ্ছন্ন তন্দ্রার দিকে
ফিকে হোয়ে পড়া সবখানি হৃদয়জুড়ে য্যামন ঝিমুতে থাকে অলীক বিন্যাস
ত্যামনি অ্যাক শীতল নারীহৃদয় আমাকে ভাসিয়ে নিয়ে চলে তৃপ্তিহীনতার দিকে,
আমি ডুকরে উঠি স্বপ্নের ভিতরেও—অ্যামনই ঘৃণ্য এই আকাশ।
আজ ভেঙে পড়েছি আমি এই ছায়ার মতন শরীর নিয়ে
তৃষ্ণার আদুরে আঙুল থেকে কেউ কেউ নেমে আসে ভোরের সমাহিত শিশিরে
আর কেউ জেগে থাকে না এই পৌরাণিক শহরে। প্রতিক্ষাদীর্ণ।
ঢুকে গিয়ে বাধিয়ে তোলে অ্যাক খসখসে হুলস্থুল—
য্যানো সেই তামসিক হরিদ্রা আলোয়
সান্ধ্য উৎপ্রেক্ষাগুলো উড়ে যায় আচ্ছন্ন তন্দ্রার দিকে
ফিকে হোয়ে পড়া সবখানি হৃদয়জুড়ে য্যামন ঝিমুতে থাকে অলীক বিন্যাস
ত্যামনি অ্যাক শীতল নারীহৃদয় আমাকে ভাসিয়ে নিয়ে চলে তৃপ্তিহীনতার দিকে,
আমি ডুকরে উঠি স্বপ্নের ভিতরেও—অ্যামনই ঘৃণ্য এই আকাশ।
আজ ভেঙে পড়েছি আমি এই ছায়ার মতন শরীর নিয়ে
তৃষ্ণার আদুরে আঙুল থেকে কেউ কেউ নেমে আসে ভোরের সমাহিত শিশিরে
আর কেউ জেগে থাকে না এই পৌরাণিক শহরে। প্রতিক্ষাদীর্ণ।