কোলকাতার বৃষ্টি
—বিভাবসু
এ শহরে বৃষ্টি নামলো, ভয়ানক অ্যাকরোখা বৃষ্টি।
দূরের মফস্বল থেকে আজ বৃষ্টি এলো, কতো যুগ পরে।
বোশেখের নরম আকাশে জটিল মনস্তত্ত্বের মতো
অ্যাকপেশে বৃষ্টিরা, আমার সারাটা ছাতে নাচলো গভীর বিড়ালের মতো,
ধ্রুপদী নিক্কণে।
আসলে তাদের কোনো তন্ত্রমন্ত্র নেই, উপশমও নেই।
তাদের সরল টাপুরটুপুরের মধ্যে, আড়াইতল বাড়ির
দরজা জানালাগুলো অপলক ভিজে যেতে থাকলো।
অ্যাকনাগাড়ে ভিজে যেতে থাকলো,
মফস্বল থেকে ফিরে আসা অ্যাকঝাঁক বহুরি বৃষ্টিতে।
আজ পহেলা মে, ঘরেঘরে বৃষ্টিকে জাগালো যারা
যারা বাধ ভেঙে জড়িয়ে গ্যালো অনুপম বৃষ্টিধ্বনিতে
তাদের জন্য কোলকাতা, তাদের জন্য ট্রামের ঘন্টি
তাদেরই জন্য আজ অ্যাকপশলা অকালশীত…