পতনেষু

 

পতনেষু
—বিভাবসু
দূরে নামছে শীতের বৃষ্টির মতো অ্যাকা অ্যাক নিমগ্নতা।
তার হাতে শিশুদের সরল সরল অভীপ্সা, ফুরফুরে বাহারি মুখ।
নেমে পড়ছি। যেখান থেকে ফেরা যায় না। সেরকম সব মৃতকল্প আকাশে।
পাখি উড়ছে। দীর্ঘ ডানার সব বিষন্ন পর্যটন। তাদের ঠোঁটে ঠোঁটে পতনের শীস।
আমি আর ফিরছি না জানি।
অসংখ্য দুঃখ নামছে আমাকে ধরে।
আমার বাহুতে তাদের লালাভ জুগুপ্সা।
আমার জন্য স্বনিরালায় বসে থাকে যে রোগাপটকা মেয়েটি
তার হাতে অ্যাতো আলোর রসদ, যে, নেমে পড়তে পড়তে 
দুমড়ে যাচ্ছে আমার ভূত ও ভবিষ্যৎ…
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন