প্রস্তাবনা


প্রস্তাবনা
—বিভাবসু
অগণন বৃষ্টির ভেতরে, যে তোর হৃদয়ের সবচেয়ে কাছে বোসে
কবিতা পোড়তো সে আজ অনর্গল শ্রাবণের শীর্ষে শীর্ষে আকাশের 
পরিব্যাপ্ত ঘুম হোয়ে ঝুলে আছে 
য্যানো, সে ছিলো হবিপ্রিয় নক্ষত্রকূট। উদ্ধারহীন আকাশগঙ্গা।
ভাব, তোর আঁশটে ঘ্রাণের ত্বকের ভেতরে 
অ্যাকটা গমগমে শীত খুব প্রিয় ছিলো তার 
আর তোর চোখের নীলাভ কোণঘেঁষে বেড়ে ওঠা 
অ্যাকটা বিষণ্ণ রেনফরেস্ট তাকে ডাকতো ভ্রমণে, ভ্রমে
জলের পরে জল, জলজুড়ে অবিরাম ক্ষুণ্ণতা,
ক্ষুণ্ণতা ভেঙে ভেঙে অনন্ত উত্থানপতন
এরপর আকাশের অ্যাকটাও তারা নিতে থাকতো না—
শুধু সেই বন্ধুতার পাশে জেগে উঠতো অনন্ত আবহমান,
রঙিন ঝর্নাসমেত কিন্নরগান
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন