উপপার্বণ থেকে


 || ‘উপপার্বণ থেকে’ ||
—বিভাবসু
একুশ যাবে স্বপ্ন জয়ে, সঙ্গী হবে কে?
অষ্টাদশীর সিঁথির ঢলে জোছনা নেমেছে
জোছনা নামে পাড়ায়পাড়ায়, কনকচাঁপার ডালে
একুশ ভাবে একটু দেখি যুদ্ধজয়ের কালে
সেই যে একুশ পোড়লো ফাঁদে মোরলো ভীষণ অ্যাকা
কোথায় গ্যালো ঢাল তলোয়ার, কোথায় রথের চাকা
রথ চলে না, পথ চলে না, সিঁথির পাড়ে এসে
একুশ ভাবে স্বপ্নেরা কি অষ্টাদশে থাকে!
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন