২নং কবিতা


 ২নং কবিতা

—বিভাবসু
‘সমর্পণের পাশেই উঠে আসে অযুক্তিগ্রাহ্য ফেরিঘাট।
আর উঠে আসে প্রসঙ্গের পর প্রসঙ্গ। ধনুর্বিদ্যা।
উঠে আসে আসমুদ্র।
উঠে আসে বাসনারাজি।
উঠে আসে যা কিছু অসিদ্ধপ্রেম।
মৃত্যুর ক্ষোয়ে যাওয়া তলপেট। বায়স্কোপ
এ সব লুব্ধতা তোবু তোকে ছোঁবে না
ক্যানো না স্পর্শ মানে তো যাদুবিদ্যা শরীরী আমেজ
জানি রূপঘাম ছুটে যায় শুধু তোর দিকে—
আত্মাহুতি অথবা নোনতা অনুষঙ্গের মতো প্রতিবস্তুকণা
অথবা ধর অ্যামন অ্যাকটা অপদার্থ,
যার ভেতর থাকে অসিদ্ধ প্লাবন। সেই সব কেবল
আমার বোম্বেটে হৃদয়ের কাছে এসে হোয়ে ওঠে ধ্বনি আর
শেষমেশ কবিতার খাতায় দানা পাকিয়ে ওঠে ঝাঁকঝাঁক শুঁয়োপোকা
অথবা এই সব প্রজাপতি চিরদিন উড়ে যায় আসন্ন বন্ধুতার দিকে,
আর প্রসঙ্গহীনভাবে উঠে আসে গতি ও অগতিময় নদীখাত
উঠে আসে ঝাড়বাতিসকল। দোহন। প্রতিনির্ভরশীল জীবনক্রিয়া’
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন